আপনি যদি চিন্তা করেন যে একটি ওয়াল্টনের টিভি কিনবেন? তাহলে এইটা আপনার জন্য। আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনার সামনে তুলে ধরতেছি। তারপর আপনার ইচ্ছে কিনবেন কি না। আমি একটি ওয়াল্টনের ৪০" স্মার্ট টিভি কিন, তাদের রুলস অনুযায়ি যদি দুই বছরের মধ্য প্যানেলে কোন প্রব্লেম দেখা দেয় তাহলে তারা ফ্রি সার্ভিস করিয়ে দিবে, আমার কিনা টিভি কিনার ছয় মাস যেতে না যেতেই প্যানেল প্রব্লেম দেখা দেয়,আমি তাদের কাচছে নিয়ে গেলাম ২৮ এপ্রিল, তারা টিভিটা রিসিভ করলো এবং আমাকে আশ্বাস দিলো যে এক সপ্তাহের মধ্য তারা রিপ্লেস করে দিয়ে দিবে। আজকে মে মাসের ২৪ তারিখ,তারা এখনো আমার টিভিটা দেয় নি। তার মধ্য আমি অনেক বার তাদের প্লাজায় গিয়েছি তারা আমায় নানান অজুহাত দেখায়, যেমনঃ প্রথম সপ্তাহে আমাকে বল্লেন তাদের পার্টস এভেইলেবল নইয়, (আমার কথা হলো আপনারা একটা কোম্পানীকে পরিচালনা করেন আপনাদের কাছে পার্টস থাকবে না কেন) আচ্ছা মানলাম পার্টস নেই তো পার্টস মেনেজ করতে তো এক সপ্তাহের বেশী সময় লাগার কথা না,যাইহোক আমি অনেক হেনস্তার শিকার হয়েছি,যাতে আমার মতো দ্বিতীয় কেউ এই রকম ভুল না করে। আমি বলবো আপনি লোকাল মার্কেট থেকে চায়নার কমদা...
Comments
Post a Comment