Walton Tv


 

আপনি যদি চিন্তা করেন যে একটি ওয়াল্টনের টিভি কিনবেন?
তাহলে এইটা আপনার জন্য।
আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনার সামনে তুলে ধরতেছি।
তারপর আপনার ইচ্ছে কিনবেন কি না।
আমি একটি ওয়াল্টনের ৪০" স্মার্ট টিভি কিন,
 তাদের রুলস অনুযায়ি যদি দুই বছরের মধ্য প্যানেলে কোন প্রব্লেম দেখা দেয় তাহলে তারা ফ্রি সার্ভিস করিয়ে দিবে,
আমার কিনা টিভি কিনার ছয় মাস যেতে না যেতেই প্যানেল প্রব্লেম দেখা দেয়,আমি তাদের কাচছে নিয়ে গেলাম ২৮ এপ্রিল,
তারা টিভিটা রিসিভ করলো এবং আমাকে আশ্বাস দিলো যে এক সপ্তাহের মধ্য তারা রিপ্লেস করে দিয়ে দিবে।
আজকে মে মাসের ২৪ তারিখ,তারা এখনো আমার টিভিটা দেয় নি।
তার মধ্য আমি অনেক বার তাদের প্লাজায় গিয়েছি তারা আমায় নানান অজুহাত দেখায়,
যেমনঃ প্রথম সপ্তাহে আমাকে বল্লেন তাদের পার্টস এভেইলেবল নইয়,
(আমার কথা হলো আপনারা একটা কোম্পানীকে পরিচালনা করেন আপনাদের কাছে পার্টস থাকবে না কেন)
আচ্ছা মানলাম পার্টস নেই তো পার্টস মেনেজ করতে তো এক সপ্তাহের বেশী সময় লাগার কথা না,যাইহোক
আমি অনেক হেনস্তার শিকার হয়েছি,যাতে আমার মতো দ্বিতীয় কেউ এই রকম ভুল না করে।
আমি বলবো আপনি লোকাল মার্কেট থেকে চায়নার কমদামি টিভি কিনবেন কিন্তু ওয়াল্টনের টিভি কিনবেন না।
এদের আফটার সেলস সার্ভিস এত বাঝে কি বলবো।
আজকে তাদের একখানে গেলাম তাদের সিডিউল অনুযায়ী সার্ভিস পয়েন্টের গাড়ি আজকে আসবে,
তারা বললো আজকে নাকি তাদের গাড়ি আসে নি, 
এদের সিডিউল থেকে রাস্তার কুত্তার সিডিউল অনেক বেটার,ক্ষমা চাচ্ছি খারাপ ভাষা ব্যবহারের জন্য,
একজন মানুষ কতটুকু হেনস্তার শিকার হলে ফেসবুকের মতো একটা স্যোশাল মিডিয়ায় পোস্ট করে।

বলতেছিলাম ওয়াল্টন প্লাজা দরবস্ত এর কথা

বিঃদ্রঃ তাদের ফ্রিজ তুলনামূলক অনেকটা ভালো 




Comments

Popular posts from this blog

Mashrafe Mortaza Height, Weight, Age, Wife, Affairs & More

বিশ্বের সব থেকে ভয়ানক যায়গা কোনটি?